শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
# মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে তৈরী হচ্ছে গুড়
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
র্যাব-৫, রাজশাহীর ও সদর কোম্পানীর যৌথ অভিযানে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে ৬টি গুড় কারখানার মালিককে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ম মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ হতে দুপুর পৌনে ৩টা পর্যন্ত রাজশাহীর বাঘা থানাধীন উত্তর পাচপাড়া ও চাইদিয়াড়পাড়া এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে লালন গুড় কারখানার মালিক মোঃ লালন আলীকে (৩৫), ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বাঘা থানার উত্তর পাচপাড়া গ্রামের মোঃ কাবিল উদ্দিনের ছেলে, জয়নাল গুড় কারখানার মালিক মোঃ জয়নাল আবেদীনকে (৩৫), ১লাখ টাকা জরিমানা করা হয়। তিনি একই থানার উত্তর পাচপাড়া চকসিংড়া গ্রামের মোঃ মোস্তফা প্রামাণিকের ছেলে, পলাশ গুড় কারখানার মালিক মোঃ পলাশকে (২৭), ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একই গ্রামের মোঃ মুক্তার হোসেনেসর ছেলে, মিনা রাণী গুড় কারখানার মালিক শ্রী মিনা রাণী মন্ডলকে (৩০), ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একই গ্রামের রতন মন্ডলের স্ত্রী, সবুজ গুড় কারখানার মালিক মোঃ সবুজ আলীকে (৩৩),২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উত্তর পাচপাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে, রকি গুড় কারখানার মালিক মোঃ রকি আহমেদকে (২৪), ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি চাইদিয়াড়পাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। একই সময় জব্দ করা হয় পঁচা লালি গুড়- ১৬,১১০ কেজি, পাটালি গুড়-৫,৪৮০ কেজি, লালিগুড়- ২,১০০ কেজি, হাইড্রোজ- ২৯ কেজি, চুন-২৮ কেজি, ফিটকিরি-২৮ কেজি, চিনি-১২০০ কেজি, ডালডা-২০ কেজি, ভেজাল রং-৯ কেজি উদ্ধার করে। জব্দকৃত অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের আলামত মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এসব পণ্য জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয় বলেও জানায় র্যাব।