শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

News Headline :
দৌলতপুরে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্রীবরদীতে রাস্তার উপর দোকানপাট ভোগান্তিতে জনসাধারণ কুষ্টিয়ায় দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু দুর্নীতির আর ঘুষ বানিজ্যের অভিযোগ আরডি’এ অথরাইজড অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান রাজশাহীতে নার্সিং পরিক্ষা বানিজ্যের অভিযোগ রেজিস্ট্রার হালিমা ও ডেপুটি রেজিস্ট্রার নিলুফার বিরুদ্ধে তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা পাবনা র‌্যাবের অভিযানে ৭টি ডাকাতিসহ ১৫ টি মামলার আসামী

বালু উত্তোলন ও ড্রাম ট্রাকে পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

বিশেষ সংবাদদাতা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে নদী-খাল-বিল ও ফসলি জমির ভূগর্ভস্থ বালু উত্তোলন, বিপণন ও ড্রাম ট্রাকে বাহির জেলায় পরিবহন বন্ধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি মানববন্ধন সফল করেছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার থানা চৌমাথা মোড়ে নাগরিক কমিটির মাসব্যাপী ঘোষিত কর্মসূচি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ, জেএসডি, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, সাধারণ সম্পাদক জননেতা আলী আজগর আরজ, বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কালা মানিক দেব, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, জাতীয় মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে উপজেলায় যত্রযত্র অবৈধভাবে বালু উত্তোলন ও তা পরিবহন বন্ধে প্রশাসনিক ও রাজনৈতিক দৃশ্যমান হস্তক্ষেপ চায়। সেই সাথে প্রকৃতি-পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এগুলোর সাথে সম্পৃক্তদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সকল গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি উদ্দাত্ত আহবান জানান।
শেষে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) মুখে কালো কাপড় বেঁধে অবস্থান; প্রশাসন বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ব্যর্থ হলে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরের কর্তাদের দৃষ্টি আকর্ষণে স্মারলিপি প্রদান ও সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনশন কর্মসূচিগুলোকে সফল করতে উপজেলাবাসীর অংশগ্রহন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com