শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম এ লিতু,ঝিনাইদহ:
বিএনপির কেন্দ্র ঘোষিত খুলনা রোডমার্চ কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি।২৬ সেপ্টম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহŸায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে ঝিনাইদহ বাইপাস সড়কে অবস্থান নেয় দলটির নেতা-কর্মীরা ।এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে প্রতিকী বন্দী অবস্থায় দেখা যায় হামিদ কন্যা হুমায়রা জান্নাত প্রার্থনাকে।একটি ট্রাকে নিজেকে খালেদা জিয়ার বন্দী অবস্থার দৃশ্য তুলে ধরে বার-বার হাত নাড়াতে থাকে ছোট্ট প্রার্থনা ।এ সময় প্রতিকী কারাগারের শিকের উপর খালেদা জিয়ার মুক্তি চায় লেখা নেতা-কর্মীদের বেশ আর্কষন করে ।উজ্জীবিত নেতা-কর্মীরা ছোট্ট প্রার্থনার ট্রাক লক্ষ করে ¯েøাগান দিতে দিতে ছুটতে থাকে ।এরই মাঝে প্রার্থনার এ দৃশ্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপি নেতা হামিদ কন্যার এমন সাজের ভ’য়সী প্রশংসা করছেন বিএনপি নেতা-কর্মীরা।উল্লেখ্য হামিদ কন্যা প্রার্থনা ইতিপূর্বে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রচনা প্রতিযোগীতায় সারাদেশের মধ্যে তৃতিয় স্থান অধিকার করেছিল।সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থনাকে সম্মাননা স্মারক তুলে দিয়েছিলেন।বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের স্ত্রী ও হুমায়রা জান্নাত প্রার্থনার মা পিংকি ইসলাম জানান ,বিএনপির কেন্দ্র ঘোষিত খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসুচি সফল করার জন্য আমরা স্বপরিবারে এসেছি ।আমার একমাত্র মেয়ে প্রার্থনা রোদ ও গরমের তাপ সহ্য করে অনেক উৎসাহ নিয়ে আমাদের সাথে এসে এ আন্দোলনে শরিক হওয়াতে আমরা খুশি ।কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহŸায়ক ও প্রার্থনার বাবা হামিদুল ইসলাম হামিদ জানান ,আমার একমাত্র কন্যা প্রার্থনা ছোট বেলা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসে ।মুলত সে টানেই ও ছুটে এসেছে।আমি এতে আনন্দিত ও খুশি ।আমি চায় বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে আমার মেয়ে আমার সাথে থেকে আন্দোলনে অংশ গ্রহন করুক ।