রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি বিএসটিআই, পাবনা
বেড়া উপজেলা প্রসাশন, পাবনা ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,পাবনা এর সমন্বয়ে বেড়া ঊপজেলার বিভিন্ন এলাকায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে-
মেরিনার্স ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড, আমিনপুর বাজার, বেড়া, পাবনা প্রতিষ্টানটির উৎপাদিত ও মোড়কজাতকৃত সরিষার তেল , চাউল, ময়দা, ডাল ভাজা, লজেন্স, মুড়ি , পটেটো ক্রাকার্স পণ্যগুলির বিআইএসটি এর মোড়কজাতকরণ নিবন্ধণ সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন , মোড়কজাত , বিক্রয় ও বিতরণ করার কারণে আদালত ২০০০০০/-(দুই লাখ টাকা) জরিমানা আদায় করেন ।
উক্ত অভিযান পরিচালনা করেন জনাব মো: মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া,পাবনা ।প্রসিকিউটর হিসেবে জনাব উৎপল কুমার পরিদর্শক (মেট্রোলজি),বিএসটিআই আঞ্চলিক অফিস পাবনা অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।