রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
দীর্ঘ সাত বছর পর নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শনিবার (২৯ জুলাই) বেলা সোয়া ১২টায় পৌর শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে, থিম সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে ও সম্পাদক খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যেকোনো মূল্যে দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু বিএনপি নির্বাচনে না এসে দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করছে, খুনোখুনি করছে।তিনি বলেন, ‘বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে ক্ষমতায় বসতে চায়। বাইরের দেশের মানুষ এসে ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় যেতে হলে দেশের মানুষের সমর্থন লাগবে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার সফলতার গল্প লিখে প্রশংসা করেছে। আর এ কারণেই চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এমন একজন দক্ষ নেত্রীর সাহসে ঘুরে দাঁড়িয়েছি আমরা। শেখ হাসিনার তুলনা শুধু শেখ হাসিনা। আজকে বিশ্বের নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে দারিদ্র্যতা দূরীকরণ, সক্ষমতা শেখার জন্য প্রতিনিধি পাঠায়।সন্মেলনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, অধ্যাপক ভজন সরকার, প্রশান্ত কুমার রায় প্রমূখ।