রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
ভারাক্রান্ত মন, চোখে শ্রদ্ধার জলরাশি নিয়ে মা আনন্দময়ীকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মে লোকেরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে থেকে মাকে বিদায় জানানো হচ্ছে।শুরু হয়েছে রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বড়কুঠি, মুন্নুজান ঘাট ও মুক্তমঞ্চ ঘাটে প্রতিমা বিসর্জন। এই বিজর্সজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।প্রতীমা বিসর্জনে ঘাটগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।এ বছর রাজশাহীতে ৪৬৮টি মÐপে পূজার আয়োজন করা। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় অর্ধশত ঘাট।