শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
কেন্দ্র স্থানান্তরের ভুল প্রতিবেদন সংশোধনের দাবিতে মানববন্ধন Reading Time: < 1 minute
শহর প্রতিনিধি, পাবনা:
ভোট কেন্দ্র স্থানান্তরের ভুল প্রতিবেদন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের উজানকয়া গ্রামের বাসিন্দারা। আজ রোববার দুপুরে পাবনা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তারা জানান, তাদের গ্রাম থেকে প্রায় ৬কিলোমিটার দুরে ২নং সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে হয়। সৈয়দপুর সেন্টারে যেতে আরো ২টি সেন্টার পার হয়ে তাদের ভোট দিতে হয়। এতে করে বয়োবৃদ্ধ ও মহিলারা ভোট দিতে যেতে পারেন না। ফলে বেশিরভাগ ভোটার ভোট দিতে অনিহা প্রকাশ করে। গ্রামের পাশে সৈয়দপুর দাখিল মাদ্রাসায় কেন্দ্রটি স্থাপন করা হলে সহজেই ওই গ্রামের প্রায় ৭শ ভোটার ভোট দিতে পারবে। তাই এলাকাবাসীর স্বার্থে সৈয়দপুর দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্র স্থাপন করতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে দাবি জানিয়ে স্মারক লিপি দিয়েছেন। উল্লেখ্য ইতিপুর্বে একটি টিম সেখানে পরিদর্শনে গিয়ে কতিপয় স্বার্থানেসি মহলের ইন্ধনে ভুল তথ্য জমা দিয়েছিল। গ্রামবাসী পুনরায় তদন্তপুর্বক সৈয়দপুর দাকিল মাদ্রাসায় ভোট কেন্দ্র স্থাপনের জোর দাবি জানান।