সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর মতিহারে বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে পুলিশ হয়েছে। মঙ্গলবার (১২ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদকের সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাবি বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১ টায় সেখানে অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানটি পরিচালনা করেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, এসআই মোঃ পলাশ আলী, এসআই সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স । পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক কারবারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।