রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে ৫ বোতল ফেনসিডিল-সহ ৮জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৫ মার্চ) দিন গত রাত পৌনে ১টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্টেডিয়ামের মেইন গেটের পশ্চিমে চাটাইপট্টি সংলগ্ন ক্লাব ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ সেট, ৫২টি বিভিন্ন রংয়ের তাস, জুয়া খেলার আসরে থাকা ১২,৩৪০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ী হলো: মোঃ রাজিব (৪২), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মৃত আমজাদ হোসেনের ছেলে, মোঃ কিসমত আলী (৪৩), একই এলাকার মোঃ রমজান আলীর ছেলে, মোঃ জুয়েল (৩৮), সে মোঃ রইস উদ্দিনের ছেলে, মোঃ জনি রহমান (৪৪), সে মোঃ আখতার হোসেনের ছেলে, মোঃ মেহেদী হাসান (২৮), সে শিরোইল কলোনি পশ্চিমপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে, মোঃ তুষার আলী (৩০), সে একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে, মোঃ আকাশ (২৭), সে মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় (ছোট বনগ্রাম) এলাকার মোঃ বাদলের ছেলে ও মোঃ রুবেল হোসেন (২৭), সে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ভাড়াটিয়া, তার পিতার নাম মৃত আবেদ আলী। শনিবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, পেশাদার জুয়ারী ও মাদকসেবী। তারা প্রকাশ্যে জুয়া খেলে ও মাদক সেবন করে। ৫ বোতল ভারতীয় ফেনসিডিল রেখেছিলে সেবনের জন্য বলেও স্বীকার করে তারা। এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়লিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির।