বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাত সোয়া ১২টায় কর্ণহার থানাধীন দারুসা বাজার থেকে তাদের গ্রেফতার করে অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতরা হলো: মোঃ জমসেদ আলী, সে মহানগরীর কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে ও মোঃ হাসান আলী একই থানার হুজরিপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।