বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ১টি দেশীয় এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা থানার ৫নং বেলছড়ি ইউনিয়নের ০২নং ওয়ার্ড অযোধ্যা পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি যামিনী ছড়ার বাসিন্দা বলে জানায় পুলিশ।
এসময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।