বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাদারগঞ্জে, ইঞ্জিন চালিত ভ্যান চাপায় ০৭ বছরের শিশুর মৃত্যু
সোহাগ হোসেন,স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ইয়ামিম ( ০৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা জোরখালি ইউনিয়নের বেতাগা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিম ওই এলাকার সোনা মিয়ার ছেলে। সে স্থানীয় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার ও স্বজনদের সুত্রেঃ জানা গেছে, নিহত শিশু ইয়ামিম সড়কের পাশে খেলতেছিল। পিছন থেকে আসা ভ্যান তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গেলে ভ্যানের চাকায় পিষ্ট গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনিত হলে জামালপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ার জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ভ্যান চালক পলাতক রয়েছে। সে বেতাগা এলাকার আলতাফুর মন্ডলের ছেলে।