রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে ৫০লিটার মদ, একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেলসহ ৪মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার(৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় অভিযান চালায় থানার উপ-পরিদর্শক মো: আওলাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স হাটহাজারীর এলাকার প্রদীপ কান্তি নাথ(৩০), পিতা- প্রফুল্ল কুমার নাথ ও চন্দন নাথ(২২) পিতা- মিলন নাথকে আটক করে। অপর অভিযানে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের স্বাগত একাকায় ২০লিটার চোলাই মদসহ একটি মোটরসাইকেল নিয়ে ২পাচারকারী খাগড়াছড়ি সদরের শ্রী ইমন দাশ(৩২) পিতা- অনিল কুমার নাথ ও মাদল বড়ুয়া(৩২), পিতা- রবীন্দ্র লাল বড়ুয়াকে আটক করেন উপ-পরিদর্শক ঝন্টু চন্দ্র দে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ইকবাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।