বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রুমানা আক্তার মেহেরপুর :
মেহেরপুরে লকডাউনের ১ম দিনে সকালের অবস্থা ঢিলেঢালা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কঠোর ভাবে পালিত হচ্ছে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচছাসেবক লীগ, সাংবাদিকসহ সচেতন মহলের নজরদারির ফলে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তবে পাখি ভ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা চলমান রয়েছে। সকালের দিকে পাখি ভ্যানে ৫/৬ জন যাত্রী পরিবহন করলেও বেলা বাড়ার সাথে সাথে তার কিছুটা পরিবর্তন লক্ষ করা গেছে। কারণ শহরে এসেই বাধার সম্মুখীন হওয়ার পর সচেতন হয়ে ১/২ জন করে যাত্রী পরিবহন শুরু করেছে। মেহেরপুর জেলা শহর ছাড়াও মুজিবনগর ও গাংনী উপজেলা শহর গুলোতে কঠোর ভাবে লকডাউন পালনের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা জানেন, ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে মেহেরপুর জেলাকে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। একই সাথে পাখি ভ্যান, মোটরসাইকেল আরোহীদের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে। মোটর সাইকেলে চালক ছাড়া একাধিক ব্যক্তি চলাচলে তাদেরকে বোঝানো হচ্ছে। একই সাথে তাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সেটাও দেখা হচ্ছে। মেহেরপুরের গাংনী শহরে সকালের দিকে চিকিৎসা সেবা পেতে আসা রুগীরা চিকিৎসা কেন্দ্রে যাবার পথে বাধার সম্মুখীন হওয়ার অভিয…