বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনি’র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা যুবদল। বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মাহবুবুল আলম সবুজ।
এর আগে প্রতিবাদ মিছিলটি কলাবাগান মিলন চত্বর থেকে বিএনপি’র দলীয় কার্যালয় শাপলা চত্বরের দিকে যেতে চাইলে শহরের ভাঙ্গা ব্রিজ এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এসময়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, সহ-সভাপতি আমির খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ন সম্পাদক আবুল কাশেম রাসেলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদল নেতৃবৃন্দ।বদিউজ্জামান ধনি কে নৃশংস হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে ধনি হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অন্যথায়, বাংলাদেশেরল সকল যুবসমাজকে নিয়ে কঠিন ও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।