সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে ইমাম -মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট্রের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও আর্থিক সাহায্য এবং সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যলয়ের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যলয়ের পরিচালক মোঃ আবুল কালাম,সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম, রংপুর সম্মিলিত ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ বায়েজিদ হোসাইন সহ ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপার ভাইজার বৃন্দ। পরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সিটি কর্পোরেশনসহ ৮ টি উপজেলার মোট ১৩৪ জনকে অর্থাৎ আর্থিক সাহায্য হিসেবে ১১৪ জনকে চার হাজার টাকা করে এবং ২০ জনকে সুদমুক্ত ঋণ ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।