মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরের ত্রিমোহনী মৌসুমী ফিলিংষ্টেশনের কাছে গরুবাহী ভুটভুটির ধাক্কায় সামশুল ইসলাম (৬০) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে। তনি পবা উপজেলার তালগাছি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সামশুল ফিলিংস্টেশন থেকে বাড়ি ফেরার পথে সিটির হাটে যাওয়া একটি গরুবাহী ভুটভুটি বাইকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল মর্গে গ্রেরণ করেন।
মোহনপুর থানা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে ভুটভুটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে রামেকে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভুটভুটি’র চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।