রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলার নিকাহ রেজিস্ট্রারগণের বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের রেজিষ্ট্রি অফিস সমূহের পরিদর্শক মো: জিয়াউল হক।মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও নিকাহ রেজিস্ট্রার মোকাদ্দাসুল ইসলামের সভাপতিত্বে, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার জেলা রেজিস্ট্রার মতিউর রহমান, চাপাইনবয়াবগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার আফসানা বেগম।এ সময় রাজশাহী জেলার সকল নিকাহ রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সকল নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান অতিথি বলেন, কোন কাজীর বিরুদ্ধে যদি বাল্য বিবাহ রেজিস্ট্রারের অভিযোগ পাওয়া যায় এতে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলসহ নানান আইনগত জটিলতার কথা স্বরন করিয়ে দেন। ভূয়া কাজী এবং নোটারী পাবলিকের দ্বারা এলাকায় বাল্য বিবাহ হচ্ছে এমন অভিযোগে ভিত্তিতে, তাদের বিরুদ্ধে আইনগত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।