সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৪টা থেকে বিকাল ৫টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আব্দুল হাকিম (৪০), সে মহানগরীর দামকুড়া থানার হরিপুর খড়িয়ার ধারের আবু হোসেনের ছেলে, মোঃ দুলাল হোসেন (৩৫), সে রাজশাহীর গোদাগাড়ী থানার ইমামগঞ্জের মো সামসুদ্দিনের ছেলে ও মোঃ ফজলুর রহমান (৫০), সে একই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার হরিপুর খড়িয়ার ধারে থেকে ১কেজি গাঁজা-সহ আব্দুল হাকিমকে গ্রেফতার করে এস আই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। অপর এক অভিযানে একই থানার মধুপুর ভাটাপাড়া এলাকায় চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা-সহ মোঃ দুলাল হোসেন ও মোঃ ফজলুর রহমানকে গ্রেফতার করে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।