শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোঃ হৃদয় আলী (২৪), নামের এক ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আসামি মোঃ হৃদয় আলী (২৪), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মোঃ বুলবুল হোসেনের ছেলে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল হক।
তিনি জানান, গ্রেফতার হৃদয় আলী ছিনতাই মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।