বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। মোহাম্মদ আলী কুড়িকাহনীয়া গ্রামের হাসমত আলীর ছেলে। ভুক্তভোগী নারী বলেন, ‘মোহাম্মদ আলী আমাকে একজন মুন্সী দিয়ে বিয়ে পড়ান। এরপর থেকে প্রায় ছয় মাস আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। আমি
অন্তঃসত্ত্বা হলে তাকে বিয়ে রেজিস্ট্রি করার কথা বলি। কিন্তু সে ওই বিয়ে অস্বীকার করেন। এমনকি রেজিস্ট্রি করতেও রাজি হননি। পরে আমি কোনো উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করি। আমি আমার সন্তানের বাবার স্বীকৃতি চাই।’ মামলার তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক মো. রাসেল মিয়া বলেন, ‘বেশ কিছুদিন আসামি পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান
সিদ্দিকী বলেন, ‘ভুক্তভোগীর সন্তানের স্বীকৃতির ব্যাপারে ডিএনএ পরীক্ষার জন্য প্রক্রিয়া চলছে। পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’