শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল রশিদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৩০ নভেম্বর রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকোট রুহুল কবির রিজভীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এ সিদ্ধান্তের কথা জানান। এতে উল্লেখ করা হয় দলীয়শৃঙ্খলা পরিপন্থি কর্মকাকান্ডে জড়িত থাকার দায়ে এ দুই নেতার দলের প্রাথমিক সদস্যও বাতিল করা হয়।
দলীয় একটি সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী মোভমেন্টের মনোনয়নে এবং শেরপুর-২ আসন থেকে জাহিদুল রশিদ শ্যামল তৃণমূল বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর পরই কেন্দ্রীয় বিএনপি তাদেরকে বহিষ্কার করেন।