বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আহসান হাবীব,সুবর্ণচর:
সুবর্ণচর উপজেলা বি এন পির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৬ এপ্রিল (শনিবার) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুলের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বি.এন.পির সভাপতি এ.জেড. এম গোলাম হায়দার বি.এস.সি, জেলা বিএনপির সাধারণ এডভোকেট আব্দুর রহমান।এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়।