admin
- ১৮ জানুয়ারী, ২০২৩ / ১৫৪ Time View
Reading Time: < 1 minute
সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
“দশ পেরিয়ে এগারোতে পদার্পণ এশিয়ান টেলিভিশন”। দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বে-সরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) হাকিমপুর প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের হিলি প্রতিনিধি শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে দশম বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম, নুরে, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং হিলিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।