বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
উপহার পাওয়ার প্রকল্পের আওতায় শেরপুর জেলায় ২৪০ জন নারী পেলেন প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ। শনিবার (১০ ফেব্রæয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব ল্যাপটপ বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু জাতীয় মহান সংসদ অধিবেশনের গণভবনে থাকার কারণে মুঠোফোনে মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা,হার পাওয়ার অধিদপ্তরের প্রকল্পের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার ইলিশায় রিছিল, শ্রীবরদী উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া নাজনীন ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, অনেক নারী এখন ঘরে বসে লাখ টাকা আয় করছেন। এটাও প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল। তিনিই নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদেরও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহŸান জানান। এবার জেলার শ্রীবরদী, নালিতাবাড়ি ও সদর উপজেলার ৮০ জন করে মোট ২৪০ জন নারীকে ওই ল্যাপটপ দেওয়া হয়।