সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

মিঠাপুকুরের শুকুরের হাট ডিগ্রি কলেজে গোপনে কোটি টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন

Reading Time: 3 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর:

শিক্ষা মন্ত্রনালয়ের জারিকৃত নিয়োগ বিধির পরিপত্র গোপন করে রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ডিগ্রি কলেজের ৫শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। অবশেষে সাংবাদিকদের দেখে ভয়ে তা বাতিল করেছেন ডিজির প্রতিনিধি অধ্যাপক চিন্ময় বাড়ৈ। তিনি রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধির দায়ীত্ব পালন করছিলেন। এক কোটি টাকার বিনিময়ে ওই নিয়োগ পরীক্ষা নেয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
গতকাল বুধবার ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ¯œাতক পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা। সরকারি বেগম রোকেয়া কলেজ ছিল ওই পরীক্ষা কেন্দ্র। এ জন্য সকাল থেকে কেন্দ্রের চার পাশে মেট্রোপলিটন পুলিশ ১৪৪ ধারা জারি করেন। এই সুযোগ কাজে লাগিয়ে গোপনে নিয়োগকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ কিলোমিটার দূরে এসে শুকুরের হাট ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি, অধ্যক্ষ, ডিজির প্রতিনিধি ও জাতীয় বিশ^বিদ্যালয়ের বিষয় বিশেষজ্ঞদের সমন্বয়ে ওই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। সকাল ১১ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেয়ার কথা থাকলেও তা মাত্র ১৫ মিনিটেই শেষ করা হয়। খবর পেয়ে সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে নিয়োগ বোর্ড তরিঘড়ি করে ১৫ মিনিটের মধ্যে লিখিত পরীক্ষা শেষ করেন। এ সময় দেখা যায় নিয়োগ প্রার্থীদের ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেয়া হয়েছে। বিধি অনুযায়ী ওই বিজ্ঞপ্তির মেয়াদ অকার্যকর হয়েছে ইতোমধ্যেই। সরকারি নিয়ম মেনে ২০১৫ সালের পর থেকে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধনধারীদের সরাসরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আসছেন। কেবল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারি নিয়োগের ক্ষমতা রয়েছে, ম্যানেজিং কমিটি ও গভর্নিংবডির সদস্যদের। এ ক্ষেত্রে চরম দুর্নীতির আশ্রয় নিয়ে ওই শিক্ষক নিয়োগ কার্যক্রম গোপনে অনুষ্ঠিত হচ্ছিল।

উল্লেখ্য ৭ বছর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২০১৫ সালের ২২ অক্টোবর এসআরও (Statutory Rules & order- সংবিধিবদ্ধ নিয়ম ও আদেশ) জারির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদ কর্তৃক পরীক্ষা নেওয়ার দায়িত্ব খর্ব করা হয়। ওই তারিখের পর থেকে কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ দিতে পারবে না। এর পর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিবে বলে নির্দেশ জারি করে। ওই পরিপত্রের ৩ নম্বর কলামে বলা হয়েছে ‘কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি ২২ অক্টোবর ২০১৫ তারিখ বা তৎপরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কোন পদে নিয়োগ প্রদান করেন, তা হলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে।’ এই পরিপত্রের সকল বিধি উপক্ষো করে প্রায় ১ কোটি টাকার বিনিময়ে ওই নিয়োগ পক্রিয়া গোপনে আয়োজন করা হয় বলে স্থানীয়দের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মিঠাপুকুর উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সেলিম ম-ল বলেন, তিনি কোন আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের আয়োজন করেননি। যদি কেউ বলে থাকে তা সঠিক নয়। তা হলে শিক্ষক নিয়োগ বিধি-বিধান বা পরিপত্রের নির্দেশনা উপেক্ষা করে গোপনে কেন এই নিয়োগ পরীক্ষা নেয়া হচ্ছে। এ নিয়ে কোন গ্রহযোগ্য তথ্য দিতে পারেননি তিনি। প্রতিষ্ঠানের কোন রেজুলেশন, নিয়োগ বিজ্ঞপ্তি ও ডিজির প্রতিনিধির জন্য যে চিঠি দেয়া হয়েছে তাতে কি লেখা ছিল? এ সব তিনি দেখাতে পারেননি। কোন নথিপত্র তার কাছে নাই বলে জানান। শুকুরের হাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন। তার কাছে নিয়োগ বিধি উপেক্ষা করে গোপন করে এই নিয়োগ পরীক্ষা আয়োজনের কোন ব্যাখ্যা দিতে পারেননি। তার কাছে এ সংক্রান্ত কোন নথিপত্র নেই বলে জানান। কি করে নিয়োগ বিধি উপক্ষো কওে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ের বিষয় বিশেষজ্ঞ হয়ে এই পরীক্ষা নিতে এসেছেন এ সম্পর্কে জানতে চাইলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক অসিউজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল ইসলাম মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. আরিফুর রহমান, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক তাসনিম নাজিরা রিদা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান বলেন তারা জাতীয় বিশ্বিবদ্যালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে এসেছেন। এর বেশি কোন কিছু তারা জানেন না বলে জানান।
অভিযোগের বিষয় জানতে চাইলে বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, ‘ আমি যতদূর জানি বৈধ্যভাবেই নিয়োগ পরীক্ষা নেওয়া প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমার কাছে বিষয়গুলো গোপন করেন। যেহেতু নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আর্থিক লেনদেনের প্রশ্ন ওঠেছে তাই ডিজির প্রতিনিধি হিসেবে আমি নিয়োগ পরীক্ষার কার্যক্রম বাতিল ঘোষনা করলাম। নিয়োগ পরীক্ষা কেন বাতিল করা হলো এ সম্পর্কে শুকুরেরহাট ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, নিয়োগ কার্যক্রম চলার সময় সাংবাদিকরা হঠাৎ করে সেখানে হাজীর হন। এমন উদ্বুদ্ধ পরিস্থিতে নিয়োগ কার্যক্রম বাতিল করেন ডিজির প্রতিনিধি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মতিন লষ্কর বলেন, ২০১৫ সালের পর থেকে কোন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না। এখন কি উদ্দেশ্য নিয়ে ওই নিয়োগ প্রক্রিয়া চলছিল তা আমার জানা নেই। তবে জেলা অতিরিক্তি জেলা প্রশাসকের (শিক্ষা) দপ্তর থেকে বিষয়টি অবগত করার জন্য আমাকে জানানো হয়। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com