বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
এম.আর রাসেল, পাবনাঃ
নৌকার নির্বাচন করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা থাকলেও আহত ব্যক্তি চিকিৎস্ শেষে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটিকে ভিন্নখাতে প্রভাবিত করতে আসামী পক্ষের লোকজন কাজ করে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে। আদালতের অভিযোগপত্র থেকে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের গুরুবাসী গ্রামের মৃত অহেদ বিশ্বাসের ছেলে মোঃ টিপু বিশ্বাস নৌকার প্রার্থী মহসীন আলী মোল্লার পক্ষে নির্বাচন পরিচালনা করেন। হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাল সরর্দারের পক্ষে কাজ করে। এতে করে আহত টিপু ও বিবাদীদের সাথে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে গত ১ জুন ২০২২ইং বেলা ১১টার দিকে টিপু বিশ্বাস শিবপুর বাজারে একটি দোকানে বসে গল্প করার সময় দুলাল সরর্দারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেঅস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। হামলায় গুরত্বর আহত হন টিপু বিশ্বাস। গুরত্বর আহত টিপুকে স্হানীয়রা উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় সন্ত্রাসী এজাহারভূক্ত আসামীরা পথরোধ করে । এই ঘটনার প্রেক্ষিতে আহত টিপুর স্বজনরা আটঘরিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া’র নিরাপত্তা না পেয়ে- পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত টিপুর স্বজনরা জানায়, একদন্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাল সরর্দার একজন সন্ত্রাসী। তার সাথে থাকা লোকজনও এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। আহতের ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দিতে গেলে ঐ সময়ে থাকা অফিসার ইনচার্জ মু.হাফিজুর রহমান চেয়ারম্যানের কথামত মামলা না নিয়ে বাদীর লোকজনকে ফিরিয়ে দেয়। পরে আহত টিপু নিজে বাদী হয়ে পাবনা আদালতে অভিযোগ দায়ের করেন। যার নং-৪৫, তারিখ- ০৭/০৬/২০২২ইং।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একদন্ত ইউনিয়নের নৌকার প্রার্থী মহসিন আলী মোল্লার আপন চাচাতো ভাই এএসআই (অবঃ) রফিকুল ইসলাম ভাসানীসহ ৭/৮ জনকে কুপিয়ে গুরত্বর আহত করেছিলো আলাল সরর্দার ও তার এই সন্ত্রাসী বাহিনীরা।আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবারী, জমি দখল,সালিসি বানিজ্য করার অনেক অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পাবনার আটঘরিয়া থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।