শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সবুজ মোল্লা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জুয়েলার্স দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঈশ্বরদীর পৌর শহরের ঈশ্বরদী বাজার রোডের চাঁদ আলী মোড়ে রন্তা জুয়ের্লার্সের দোকানে মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায় দোকানে ব্যবহারিত মিনি গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সুত্রপাত হয়।
এসময় রত্ন জুয়েলার্স এর স্বত্বাধিকারী ও মৃত বলাই চন্দ্র কর্মকার এর ছেলে উজ্জল কর্মকার আগুনে পুড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু জানান, আনুমানিক একটা পাঁচ মিনিটের সময় এই অগ্নিকান্ডের খবর পায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।