বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
গত ১৯ এপ্রিল ২০২২ খ্রিঃ ২০.৪০ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে অভিযানে ঘটনাস্থল “পাবনা জেলার পাবনা থানাধীন পাবনা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের অনন্ত বাজার দ্বীপচর রোডের পাশে জনৈক মোঃ ইসহাক আলী (৪৮) এর মামা ভাগ্নে ষ্টোর নামক মুদি দোকানের দক্ষিন পাশের্^ বৈদ্যুতিক খুটির নিকট পাঁকা রাস্তার উপর হইতে” অভিযান পরিচালনা করে ধৃত আসামী-০১। মোঃ আনোয়ার হোসেন (২৮), পিতা-মৃত আব্দুল হাই, সাং-দক্ষিন রামচন্দ্রপুর ০২। মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫), পিতা-আনাই প্রামানিক, সাং-জহিরপুর, উভয় থানা-পাবনা, জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ১৫২ পিস অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা, মোটরসাইকেল-০১ টি, হেলমেট-০১ টি, ধারালো চাকু-০১ টি, মোবাইল-০৩ টি, সীম-০৬টি ও নগদ ৩৫৫০/- টাকাসহ উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সিপিসি-২, পাবনা।