পুলিশ সুপার, পাবনা মহোদয়ের নির্দেশক্রমে, এস আই ডেভিড হিমাদ্রী বর্মা, পাবনা থানা, পাবনা বিট অফিসার, বিট নং-০১, পাবনা থানা, পাবনা সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০২/০৯/২০২২ তারিখ সন্ধ্যা ১৮ঃ১০ ঘটিকার সময় পাবনা থানাধীন পাবনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের দিলালপুর পাথরতলা মন্দির সংলগ্ন নারায়ণ সাহার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ সজল হোসেন রনি (৩০) পিং -মোঃ আব্দুল আজিজ , সাং -দিলালপুর পাথরতলা, থানা ও জেলা – পাবনা কে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে সাদা পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ১০৪ ( একশত চার ) পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ১০.৪ ( দশ দশমিক চার) গ্রাম মূল্য অনুমান ৩১২০০/- (একত্রিশ হাজার দুইশত ) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।