বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়ার ধুনটে কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময় সারের জন্য এদেশে কৃষককে প্রাণ দিতে হয়েছে। আর আজ আওয়ামী লীগ সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ করছে। বিএনপি জোটের সঙ্গে আওয়ামী লীগের এটিই পার্থক্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র এ জি এম বাদশাহ্,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি, আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, আলেফ বাদশা, জয়নাল আবেদীন খান, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় খরিপ-১/ ২০২২-২৩ প্রণোদনা প্যাকেজ এর আওতায় উফশী আউশ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮ শত ৪০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষক কৃষাণীর মধ্যে ৩৬ হাজার ৮ শত কেজি ডিএপি, ১৪ হাজার ৪ শত কেজি এমওপি সার এবং ৮ হাজার ১ শত কেজি উফশী আউশ ধান বীজ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত মোতাবেক নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত প্রতিজন কৃষক ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবেন। বিতরণ সুবিধার্থে ৫ জন কৃষকের গ্রুপ তৈরি করে প্রতি গ্রুপে ২ বস্তা ডিএপি ১ বস্তা এমওপি এবং ২৫ কেজি ধান বীজ দেওয়া হয়। কৃষকের মাঝে সার ও ধান বীজ বিতরণ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার বলেন,ধান চাষে কৃষকের ব্যায় হ্রাস ও কৃষিতে অভিষ্ঠ লক্ষ্য অর্জনের নিমিত্তে সরকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ বিতরণ করছে।