বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে গরুর হাট প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
উত্তরাঞ্চলের ঐহিত্যবাহি রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কোরবানির গরুর হাট বসানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। তারা হাটটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে লালবাগ গরুর হাট সরিয়ে নেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা ও কারমাইকেল কলেজ সংসদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কলেজ ক্যাম্পাস থেকে লালবাগ গরুর হাটটি সরানোর দাবি তোলা হয়।
এতে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাবেদ হোসেন, মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল ইসলাম আজিজ ও ফিরোজ হোসেন, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুবেল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা তাবাসসুম, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ। কারমাইকেল কলেজের মূল গেইটে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত দুই বছর থেকে করোনা ভাইরাসের কারনে ঈদুল আযহার পূর্বে নগরীর লালবাগ গরুর হাট ক্যাম্পাসে বসানো হয়েছিল। এতে আমরা কলেজের সাধারন শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছিলাম। কিন্তু এবার করোনার প্রকোপ না থাকা সত্ত্বেও কলেজ কতৃপক্ষ ও লালবাগ হাট কমিটি ক্যাম্পাসে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি কলেজ অধ্যক্ষসহ কর্তৃপক্ষকে জানিয়েও বন্ধ করার কোনো উদ্যোগ গ্রহন না করে হাট কমিটিকে গরুর হাট বসানোর অনুমতি দিয়েছে কলেজ কতৃপক্ষ। তাই বাধ্য হয়ে কলেজ ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ ঠিক রাখতে রাজপথে নেমেছি। আমাদের দাবি পূরন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সাধারণ শিক্ষার্থীরা হুশিয়ারী দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com