আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব^” শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে শোভাযাত্রা ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, দুপ্রকের মধুপুর শাখার সভাপতি গোলাম সামদানী, টিআইবির সমন্বয়ক জিনিয়া ম্রং প্রমূখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুষ্কার বিতরণ করা হয়।