admin
- ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০৩ Time View
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ী জাতীয় উদ্যানের বন্যপ্রাণীদের খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে বন্য প্রাণীরা বিশেষ করে বানর খাবারের খোঁজে বনের ভেতর থেকে বেড়িয়ে লোকসমাগম আছে এমন জায়গায় চলে আসছে। জানা যায়, শীত মৌসুমে গাছের পাতা মরে ঝরে যায় এবং কোন ধরনের ফলমূল থাকে না বনের ভেতরে। ফলে ফলমূল ও গাছের কচি পাতার উপর নির্ভরশীল প্রাণীদের খাদ্য সংকট দেখা দেয়। পর্যটক ও স্থানীয় লোকজন জানায়, এর আগে বানর বা অন্য কোন প্রণীকে মানুষের এতো কাছে আসতে দেখা যায়নি। বনের ভেতরে খাদ্য সংকট দেখা দেওয়ায় খাবারের জন্য হরিণ লোকালয়ের নিকটবর্তী লেবু বাগানে চলে আসে দিনের বেলায়। তবে মানুষের শব্দ পেলেই দ্রুত পালিয়ে যায়। এক্ষেত্রে ক্ষুদার্ত বানরগুলো ব্যাতিক্রম, সাহস করে মানুষের খুব কাছে চলে আসে। এখানে ঘুরতে আসা অনেক পর্যটক খাবার কিনে দেয় বানরগুলোকে। এবিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী বলেন, বন্য প্রাণীরা শুধু খাদ্য সংকটের জন্য বাহিরে আসেনা স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্যান্য প্রাণীদের মাঝে মাঝে বাইরে আসতে দেখা যায়।তিনি আরও বলেন ২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ী জাতীয় উদ্যানে প্রাণীর সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি।