বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী:
গলাচিপায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় পায়রা ও বেলুন উড়িয়ে এক আনন্দঘন পরিবেশে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। এ সময় এস.এম শাহজাদা বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, স্মার্ট সেবাই হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় প্রশাসনিক ও উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন নির্মাণ করে দেশের মানুষের কল্যাণে যে নিদর্শন রেখে যাচ্ছে তার প্রতিফলন আগামী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকাকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ভবন চত্বর ও আশেপাশের এলাকায় নানা রঙের সাজ সজ্জা তৈরি করা হয় এবং নির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, শিক্ষক, ইমাম, অধ্যক্ষ, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহকারী পুলিশ সুপার মো. মোরশেদ তোহা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেত্রীবৃন্দ ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।