সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার মহিমাগঞ্জ দেওয়ানতলা মহাশ্মশানে ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) সকালে মহাশ্মশান কালি মন্দির চত্ত¡রে ২০টি ফলের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মহাশ্মশান উন্নয়ণ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কাজ শুরু করা হয়েছে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান স্থানীয় হিন্দুধর্মীয় নেতাদের সাথে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
দেওয়ানতলা মহাশ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রবীন শিক্ষক শচীন্দ্র নাথ বর্মণ, শ্রীমধুসুদন কর্মকার, কমিটির সভাপতি শ্রীদুলাল চন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক শ্রী অক্ষয় কুমার সাহা, সহসভাপতি চঞ্চল কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে শ্রী সুশান্ত কুমার পোদ্দার (গ্যাদন), পরেশ চন্দ্র কর্মকারসহ স্থানীয় গ্রামবাসীরা এসময় উপস্থিত ছিলেন।