রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মনিরুল ইসলাম রাসেল,
ভোলা,প্রতিনিধি
ভোলা জেলার লালমোহন উপজেলায় অবস্থিত কলেজপাড়ার সোনালী ধানের ক্ষেত, ঘাড়মোড়া রোগে আক্রান্ত। ফলে পাকা ধান গুলো অচিরেই শুকিয়ে যাচ্ছে। কৃষকের হরণ হয়ে যাচ্ছে, সারা বছরের রুজি এবং বিনিয়োগ শারীরিক মানসিক শ্রম। এনিয়ে কৃষকরা কচিকাঁচা নিয়ে খুব বিপাকে পড়েছেন।
লকডাউনের মধ্যে ধান কাটার মৌসুম কিভাবে তারা ক্ষতি পুষিয়ে তুলবেন এই নিয়ে তারা খুব হতাশায় ভুগছেন।
ক্ষেতের ফসল ভাল হলেও পাকা মৌসুমের শেষ অংশে এসে ,পোকার উপদ্রবে ধানের উপরের , দিকটা খুব আক্রান্ত হয়ে ধানগুলো শুকিয়ে এবং ঝুলিয়ে যাচ্ছে।
হে নিয়ে কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।এখন সকল কৃষকের মাথায় হাত এর মত অবস্থা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে গিয়ে খবর নিলে পরে, তারা এই রোগের বিষয়ে ওষুধ আবিষ্কৃত হয়নি বলে দাবি করেন।
বারংবার কীটনাশক এবং অন্যান্য বালাই নাশক ঔষধ দিলে তার পরেও, এই আক্রান্ত অবস্থা থেকে প্রতিকার পাওয়া হয়নি বলে ,কৃষকরা খুব দুঃখের মধ্যে পড়েছেন।
কারণ তারা তাদের সর্বস্ব দিয়ে ধান গাছ গুলো তৈরি করা থেকে শুরু করে, তাদের রুজি রোজগারের টাকায এখানে বিনিয়োগ করেছেন।
এর আগে ধানের মনমোহনী ছড়া গুলো অনেক সুন্দর মনোরম এবং সৌন্দর্য শৈলীর অংশ হিসেবে, কলেজপাড়ার এবং লালমোহন উপজেলার একটি সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়ে ছিল।
অনেকেই আবার ধারণা করছেন, অতিরিক্ত গরমের ফলে , তাপমাত্রার ফলে পাকা ধানের ছড়া গুলো অচিরেই শুকিয়ে যাচ্ছে ।তাঁরা মহান আল্লার কাছে এই ধান ধানের পোকার আক্রমণ থেকে প্রতিকার কামনা করছেন