বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা,নারায়ণগঞ্জ:
জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জে কর্মরত সিনিয়র সাংবাদিক শেখ মো: মনির হোসেনর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খোন্দকার মাসুদুর রহমান দিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সোবহান হাওলাদার ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশানা সম্পাদক হাসান আলী, পর্যটন বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট সহ নেতৃবৃন্দ।প্রধান অতিথি বক্তব্যে বলেন, চলমান বহমান বিষয় গুলো সমাজের সামনে যারা প্রকৃত তথ্য সহ তুলে ধরেন তারাই সাংবাদিক। সাংবাদিকদের স্বার্থসিদ্ধ উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুরল ইসলাম।
বক্তব্যে তিনি আরো বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। তাই একজন সাংবাদিকের উচিত সঠিক তথ্য সমাজকে জানানো। আজকে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্বেও সমাজে অবহেলিত।সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন বলেন আর প্রেসক্লাব বলেন তারা কেউ মাঠ পর্যায়ের সাংবাদিকদের স্বার্থে কথা বলেনা। সবাই নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। সরকারী অনুদান এনে নিজে দের মধ্যে ভাগ বাটোয়ারায় তারা ব্যস্ত।নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যদের উদ্দেশ্যে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করবেন। সংগঠনের কোন সাংবাদিক যদি আইনের মধ্যে থেকে পেশাগত দায়িত্ব পালনকালে কোন সংস্থার দ্বারা হয়রানীর শিকার হয় তাহলে সেই সংস্থাকে কোন ছাড় দেওয়া হবেনা। অবশ্যই জাতীয় সাংবাদিক সংস্থা হয়রানীর শিকার সেই সাংবাদিকের পাশে দাঁড়াবে।জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলার নব গঠিত কমিটির সদস্যবৃন্দরা হলেন, সভাপতি শেখ মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি আল-মামুন খান, সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশিদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, কার্যকরী সদস্য-১ আশিকুর রহমান সাজু, কার্যকরী সদস্য-২ আল-আমিন সেন্টু, কার্যকরী সদস্য-৩ মোঃ আলী ও কার্যকরী সদস্য- ৪ রায়হান কবির নিলয়।