শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ মধুপুর,টাঙ্গাইল :
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সংগঠিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় হতে বের হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি। বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন উপস্হিত ছিলেন।