admin
- ৩ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০৮ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীতে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার সৃস্টিগড়স্থ নিজস্ব ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।
তিনি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানান স্বাদের পিঠার ঐতিহ্য ধরে রাখার জন্য এ আয়োজন। উৎসবে ছিলো চিতই পিঠা, দুধ চিতই, ভাঁপা পিঠা, চৈ পিঠা, পোয়া পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, নারকেলের নাড়ু, নকশি পিঠা, ফুল পিঠাসহ বিভিন্ন পিঠার সমাহার। এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রফেসর ড. শামীমা নাসরিন শাহেদ,নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর সৈয়দ ফজলুর রহমান ফজলু,দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রক্টর মো: হাবিবুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।