বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃফজলুল করিম সবুজ স্টাফ রিপোর্টার –
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথেধাক্কায় ১১জন আহত হয়েছে। গতকাল ৪ এপ্রিল রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চকহরিবল্লভ আবাসন মোড় এলাকায় ধামুইরহাট থেকে নওগাঁ গামী ঢাকা মেট্রো- জ-০৪-০৩১১ নম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত গামী যাত্রীবাহী অটোচার্জারকে চাপা দিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ওই দুই যানবাহনে থাকা প্রায় ২০জন যাত্রী আহত হয়। ২০ জনের মধ্যে ১১ গুরুতর। আহতের মধ্যে গুরুতর অবস্থায় গোলাম মোস্তফা (৩৫), তরিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন (৩২), আফছার আলী (৬৫) ও আনোয়ারা বেগমকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আহত আশরাফ আলী (২১), বিল্পব কুমার মন্ডল (৫০), মোরশেদ আলী (৩২), মোস্তাফিজুর (২৯), নাহিদ (২৫) ও শাহিনা আকতারকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।