বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাক চালক নিহত ও আহত হয়েছে আরো দুইজন।শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুঘটনা ঘটে। নিহত ফায়জুর রহমান সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার ছৌয়ব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। পরে বেলাবর নারায়ণপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মুখি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই দুইটি ট্রাক রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে দুই টাকের চালক ও হেল্পার আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক চালক ফয়জুল মারা যায়।বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গিয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।