বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে-বিমান প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুরঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল ভাবে দেশ পরিচলানা করে দেশের উন্নয় অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন দেশে এখন বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন দেখে আবারও দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে একটি মহল এ ষড়যন্ত্র মোকাবেলা সকলকে সজাগ থাকতে হবে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় রাখতে হবে। বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বিগত সরকারের সময় গ্রামের মানুষরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশই সফল ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে করোনা মোকাবেলা করেছেন তিনি শুক্রবার ২৮ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্তৃক আয়োজিত বিভিন্ন সরকারি অনুদান, ভাতা বিতরণ ও মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো: এরশাদ আলী প্রমূখ।প্রতিমন্ত্রী আরও বলেন, অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। চা শ্রমিকদের ভূমি অধিকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টায় সরকার।উল্লেখ্য মতবিনিময় সভায় ৩শত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ৩০ টি বাই সাইকেল সহ শিক্ষা উপকরণ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে জন প্রতি ৫০ হাজার টাকা করে ১৬ লক্ষ টাকার চেক এবং গ্রাম পুলিশ দফাদার মহাল্লাদারের পোশাক ও সরঞ্জামি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com