বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সারাবাংলা ডেক্স:
বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ও ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের জনবহুল এলাকা কানকি ও বিসমিল্লাহ বাজারে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিমান্ত নদীর উপর নির্মিত এ সাঁকোটি, অত্র এলাকার মানুষের একমাত্র ভরসা স্থল।
সরকার আসে যায়, নির্বাচন কালে প্রতিশ্রুতির অভাব নেই, কিন্তু নির্বাচন পরবর্তী এটা বাস্তবায়নে কারো তেমন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। বহুকাল যাবত বাঁশের সাঁকো অতিক্রম করেই এলাকার মানুষের চলতে হচ্ছে। অত্যান্ত জন গুরুত্বপূর্ণ এ সেতুটি বাকেরগঞ্জ টু বরগুনা পাকা রাস্তার সাথে সংযুক্ত।
উভয় সাইডে রয়েছে দুটো বিদ্যালয়। ভরপাশা অংশে কানকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাদ্রীশিবপুর অংশে শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়।প্রায় কয়েকশত ছাত্র-ছাত্রী প্রতিদিন এ ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে আসা যাওয়া করেন।
প্রায়ই ঘটছে দূরর্ঘটনা, নির্বাক অভিবাবকদের হা-পিতাশ নৃত্য দিনের অবলম্বন। এলাকার সচেতন মহল অনতি বিলম্বে, জনগণের সুবিধা ও ছাত্র-ছাত্রীদের চলাচলের গুরুত্বপূর্ণ বিষয় টি বিবেচনা করে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকার্ষনের জোর দাবি জানান।