মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ড্রাইভিংয়ের লার্নার সনদ প্রদান, প্রশিক্ষণ সনদপত্র, সফল আত্মকর্মীদের ক্রেস্ট ও প্রশিক্ষণ ভাতা বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ এ.এম খালেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খাদেমুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, ডা: সোহেল মাহমুদ, সফল আত্মকর্মী হোসনে আরা, হানিফ মো. সুয়াইফ, আছিমা আকতার, নাজমুন্নাহার শান্তি, আব্দুল হাই, জয়া প্রসাদ, ইউনুস আলী, আশরাফুল আলম, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারি ৬ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ড্রাইভিং, কম্পিউটার ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণদের সনদপত্র বিতরণ করা হয়।
শিবপুরে জাতীয় যুব দিবস পালিত
মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মমিনুল হক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।