বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো.নাঈম চৌধুরী, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা দৌলতখান উপজেলায় পার্শ্ববর্তী এলাকা এছাক মোড় পাশে মেঘনা নদীতে একটি লাশ উদ্ধার করা হয়েছে আজ ২ জুলাই রোজ শনিবার বিকাল দিকে মেঘনা নদীতে একটি লাশ
পানিতে ভেসে চলে আসে , লাশটি দেখে এলাকার লোকজন নিকটস্থ থানা যোগাযোগ করেন এবং ৯৯৯ কল দেয়, সন্ধার পড় পুলিশ যায়। এলাকা লোক জন জানায় লোকটি কে তারা চিনে না, হঠাৎ করে পানির সাথে ভাসতে ভাসতে লাশটি চলে আসে,, তারা আরো বলেন লাশটি থেকে গন্ধ ছড়িয়ে পড়ে, এবং লাশটি পচতে শুরু করে, হয়তো ৩/৪ দিন আগে লাশটি পানিতে পরে ছিল,, পুলিশ এই বিষয় এখন প্রযন্ত কোন তথ্য দিতে পারে নেই।তদন্ত করার পর বলতে পারবে আসলে লাশটি কার ছিল এবং কিভাবে মারা গিয়েছে , তাই এখন তারা কোন সঠিক তথ্য দিতে পারছে না।