সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

দেশের বিভিন্ন জেলায় জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদরে শারদীয়া দুর্গাৎসবের

Reading Time: 3 minutes

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:

পাঁচ দিনব্যাঁপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি শেষে টাঙ্গাইলের মধুপুরে জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদরে শারদীয়া দুর্গাৎসবের। দেশের বিভিন্ন জেলার মতো টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মাকে বিদায় জানানোর জন্য বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ভক্তরা। ঢাকের তালে আর কাঁসার বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ বয়সী সকলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মনে, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। দুপুর থেকে ঢাক-ঢোলের তালে প্রতিমা বিসর্জন দিতে সবাই হেঁটে, ,অটোরিক্সায় করে ছুটতে থাকে মধুপুরের ঐতিহ্যবাহী মদন গোপাল আঙ্গিনার পুকুুরের তীরে। ধুপ,মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামীদিনের সুখ শান্তি। এসময় একে একে পুকুরের পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে। এদিকে সকাল থেকেই মদন গোপাল আঙ্গিনায় কেন্দ্রীয় দুর্গাপুজা উদযাপন পরিষদের পূজামন্ডপে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি গ্রহণের জন্য ভীড় জমায় অসংখ্য ভক্ত। পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে দেবীর বির্সজনের বার্তা জানায়, মন্ডপে মন্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি। ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজামন্ডপ। প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। মধুপুরে ৫০টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে,আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ধর্মালম্বীরা।

উৎসবমুখর পরিবেশে জামালপুরের মাদারগঞ্জে খরকা বিলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব। বুধবার (৫ অক্টোবর) বিকেল থেকে শহর ও ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ থেকে দেবীদুর্গাকে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে একত্র হোন বাস্তবায়ানাধীন মির্জা মোস্তফা স্টেডিয়াম মাঠে। এবার উপজেলায় ২৪টি মণ্ডপে পুজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেশিরভাগই প্রতিমা খরকা বিলে বিসর্জন দেওয়া হয়। এর আগে নাচে গেয়ে শেষ সময়ের আনন্দ উল্লাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। কেউ ঢাকের তালে কেউ বা ডিজে গানের তালে নাচেন। সকল বয়সের মানুষ একত্রে নাচতে দেখা যায়। এছাড়াও সিধুর খেলা ও রং মাখামাখি করতে দেখা যায়। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। নিরাপত্তা দিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে সার্বক্ষণিক তৎপর ছিল পুলিশ। দূর্ঘটনা রোধে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এ বছর দেবী দুর্গা সমস্ত অশুভ শক্তি নাশ করে নৌকায় চেপে কৈলাসে স্বামীর ঘরে ফিরে গেলেন। আগামী বছরের শরতে আবার তিনি এই ধরণীতে ফিরে আসবেন। সংশ্লিষ্ট সকলের সহযোগীতা, ও আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল।

হিন্দু ধর্মাবলম্বীদের শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। গত ২৫ সেপ্টেম্বর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু হয়। আর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ১ অক্টোবর শুরু হয় শারদীয় দুর্গাপূজা। এরপর হাসি-আনন্দ আর পূজা-অর্চনার মধ্য দিয়ে কেটে গেছে চারটি দিন। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন গজে (হাতিতে) চেপে। গজে চড়ে দেবীর আগমনের অর্থ হলো শুভ। মনে করা হয়ে, দেবী যদি গজে চড়ে মর্ত্যে আসেন তাহলে তিনি সঙ্গে করে সুখ, সমৃদ্ধি নিয়ে আসেন। হাতি হচ্ছে জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। আর আজ বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন নৌকায় চড়ে। নৌকায় চড়ে মত্য ছাড়লে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা। এ দিকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা। উল্লেখ্য, এ বছর ঈশ্বরদী ও ৭ ইউনিয়ন মিলে মোট ২৯ টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com