শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে পুলিশ অভিযান চালিয়ে ১ মাদক ব্যাবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার করেছে । মধুপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় মধুপুর থানাধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই, রেজাউল করিম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার উপজেলার রামকৃষ্ণবাড়ী রাবার বাগান অফিস সংলগ্ন রাস্তায় মাদক অভিযান পরিচালনা করে শামীম (২৮)নামে এক মাদক ব্যাবসায়ীকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী রামকৃষ্ণবাড়ী এলাকার মৃত আকছের আলীর ছেলে। গ্রেফতারের সময় তার নিকট হতে পুলিশ ২ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।