বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
Reading Time: 1 minute
সুইটি আক্তার মাদারীপুর:
মাদারীপুরে শ্বশুর বাড়ির পাওনা ১০ হাজার টাকা পরিশোধ করতে দেরি হওয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের ছেলে। এদিকে অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তিনমাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার আকাব্বার খাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধু মনিকে ডেকে নিয়ে যায় স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে । মৃত্যু নিশ্চিত করে নিহতের স্বামী জামাল ও শ্বশুর শ্বাশুড়ি মিলে পাশের বাড়ির উঠানে লাশ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন নিহত, মনির স্বজন ও এলাকাবাসী।
সরেজমিন ঘুরে জানা যায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে ধরে বিয়ে হয় মনি ও জামালের। তাদের সংসারে ৭ বছর ও দেড়বছরের দুটি মেয়ে রয়েছে। মনির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মনি হত্যার বিষয় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর পরিবারের লোকজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এদিকে নিহত মনি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।