admin
- ৩১ জানুয়ারী, ২০২৩ / ১১৭ Time View
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জে মাধবপুরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে জাকারিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ৩১ জানুয়ারী দুপুর বেলা উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নের হাওলিয়া ব্রীজ সংলগ্ন একটি পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২১০এর সংশ্লিষ্ট ধারায় জরিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান। জাকারিয়া বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান বলেন, অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।